RMPA এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো দিনহাটায়
Rural Medical Practitioners Association এর তৃতীয় বার্ষিক সম্মেলন গতকাল দিনহাটার নিরালা হোটেলের হল ঘরে অনুষ্ঠিত হলো।
উপস্থিত ছিলেন RMPAএর জেলা সম্পাদক সব্রত ব্যার্নাজী,সভাপতি অশোক কুমার সিংহ,কোষাধ্যক্ষ কানু দে,২নং ব্লক সভাপতি শৈলেন চন্দ্র বর্মন, এক নং ব্লক সম্পাদক এক্রামূল হক ও ডাঃ নর্মান বেথুন চলমান মেডিক্যাল স্কুলের সম্পাদক অনীল কন্ট প্রমূখ।
আগামী দিনের কর্মসূচি ও নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা হয় এদিনের সম্মেলনে।
এদিন দিনহাটা ব্লকের বহু গ্রামীণ চিকিৎসক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্যে এসে সামিল হন দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ কুন্তল রায় ও বসু মিত্র ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনহাটার বিশিষ্ট সঞ্চালক পেশায় ঔষধ ব্যবসায়ি আবু আরশাদ আয়ুব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊