যাত্রা শুরু করলো প্রথম রামায়ণ সার্কিট ট্রেন (Ramayana circuit train)
গতকাল যাত্রা শুরু করলো প্রথম রামায়ণ সার্কিট ট্রেন । দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন (Safdarjung railway station) থেকে ছাড়ে ট্রেনটি।
এই ট্রেনটি ভারতীয় রেলওয়ের একটি উদ্ভাবনী প্রয়াস, যা যাত্রীদের আগামী 17 দিনের মধ্যে ভগবান শ্রী রামের জীবনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থান যেমন অযোধ্যা, সীতামারহি এবং চিত্রকূট ইত্যাদি পরিদর্শনে নিয়ে যাবে।
মাত্র ১৭ দিনে ট্রেনটি ৭,৫০০ কিলোমিটার যাত্রা করবে। আইআরসিটিসি-র খবর অনুযায়ী, ট্রেনটি ভগবান রামের সঙ্গে যুক্ত সমস্ত ধর্মীয় স্থানে দর্শনার্থীদের ভ্রমণ করাবে। পুরো যাত্রাটি মোট ১৭ দিনের মধ্যে সম্পন্ন হবে। যাত্রার প্রথম গন্তব্য হবে অযোধ্যা, নন্দীগ্রামের রাম জন্মভূমি মন্দির। একইসঙ্গে শ্রী হনুমান মন্দির এবং ভারত মন্দির দর্শন করা যাবে।
এরপর ট্রেনটি অযোধ্যা থেকে সীতামারহি যাবে, যেখানে নেপালের রাম জানকী মন্দির দর্শন করা যাবে। ট্রেনটির পরবর্তী গন্তব্য হবে কাশী, ভগবান শিবের শহর। তারপর চিত্রকূটে পৌঁছে সেখান থেকে নাসিক। নাসিকের পর, প্রাচীন কিশকিন্ধা শহর হাম্পি হয়ে পরবর্তী গন্তব্য হবে অঞ্জনি পর্বত। যেখানে হনুমান মন্দির দর্শন করা যাবে।
ট্রেনটির শেষ গন্তব্যস্থল হবে রামেশ্বরম। ট্রেনটি রামেশ্বরম ছেড়ে ১৭তম দিনে দিল্লি ফিরে আসবে।
ট্রেনে যাত্রীদের খাবার ও থাকার সুবিধাও থাকবে। একই সঙ্গে যাত্রীদের বিলাসবহুল বাসে করে ধর্মীয় স্থানে নিয়ে যাওয়া হবে এবং এসি হোটেলে থাকার ব্যবস্থাও করা হবে। ট্রেনটিতে লাইব্রেরি, রান্নাঘর, শৌচালয়, শাওয়ার-সহ বিভিন্ন সুবিধা রয়েছে বলেও জানা গিয়েছে। নিরাপত্তার জন্য নিরাপত্তারক্ষী ও সিসিটিভিও লাগানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊