Latest News

6/recent/ticker-posts

Ad Code

অজ্ঞানতা হানছে আঘাত, অস্ত্র তোমার কই?

অজ্ঞানতা হানছে আঘাত, অস্ত্র তোমার কই?

book stall


"অস্ত্র তোমার লেখাপড়া,অস্ত্র তোমার বই" এই স্লোগানকে সামনে রেখে প্রতিবৎসরের ন্যায় এবছরও আলোর উৎসবে এসএফআই দিনহাটা আঞ্চলিক কমিটি ও ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে ৫ থেকে ৭ নভেম্বর চলেছে প্রগতিশীল পুস্তক বিপনী।


বুক

দিনহাটা সংহতি ময়দান সংলগ্ন হেমন্ত বসু কর্নারের সম্মুখে চলছে এই পুস্তক বিপনী। এই বিপনীর উদ্বোধন করেন দিনহাটার বিশিষ্ট শিক্ষিকা ও সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব শ্রীমতী কৃষ্ণা ব্রজবাসী । 

তিন দিনেই বিশিষ্ট মানুষরা আসছেন। প্রচুর বই বিক্রি হচ্ছে যা বাম রাজনৈতিক পক্ষে গুরুত্বপূর্ণ দিক বলে মনে করছেন উদ্যোক্তারা।

উদ্যোক্তাতাদের তরফে জানানো হয় অন্ধকার থেকে আলোর ফেরার হাতিয়ার হল বই,বর্তমানে এই অরাজক পরিস্থিতিতে তাই বই ই পারে আমাদের আলোর দিশা দেখাতে। তাই বিগত বছরগুলির ন্যায় এবছরও আমাদের প্রগতিশীল পুস্তক বিপণী চলে দিনহাটায় ।

ছাত্র-যুবদের এই পুস্তক বিপনীতে বই বিক্রির পাশাপাশি চলে সাহিত্য আড্ডা,গান,গল্প - সব মিলিয়ে বেশ জমজমাট ছিলো এই পুস্তক বিপনী।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code