ট্রেন-চলাচলে বাধা হল কুয়াশা! তিস্তা-তোর্সা সহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল
রেল চলাচলে প্রতি বছরই শীতকালে কুয়াশা নিয়ে সমস্যা শুরু হয়। কুয়াশার জন্য দেশ জুড়ে দেরিতে চলে ট্রেন। এমনকি পরিস্থিতি বিবেচনা করে অনেক সময় ট্রেন বাতিলও করতে হয় কোনও কোনও রুটে। তবে সেটা হয় একদিন বা দু'দিনের জন্য।
রেল কর্তৃপক্ষ এবার ৪ মাসের জন্য উত্তরবঙ্গের বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনকে বাতিল করছে। জানা গিয়েছে, কুয়াশার কারণেই নাকি ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এই আবহে বেজায় চটেছেন জলপাইগুড়ির ব্যবসায়ী সমাজ থেকে সাধারণ মানুষ।তাদেঁর দাবি, জলপাইগুড়িতে কুয়াশা আছে ঠিকই। তবে বেলা বাড়লে রোদ উঠছে। তখন আকাশ একেবারেই পরিষ্কার। অথচ আগামী ১ ডিসেম্বর থেকে কুয়াশার কারণে বন্ধ থাকবে তির্সা তোর্সা এক্সপ্রেস সহ উত্তরবঙ্গ থেকে ছাড়া একাধিক দূরপাল্লার ট্রেন।
রেল গত ২৮ অক্টোবর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল। তবে এর যৌক্তিকতা বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ।
জানা গিয়েছে, ট্রেন বাতিলের বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে আপত্তি জানিয়ে জলপাইগুড়ি রোড রেল স্টেশনের ম্যানেজারকে স্মারকলিপি জমা দিলেন চেম্বার্স অফ কমার্সের সদস্যরা। কেন চার মাস ট্রেন বন্ধ রাখা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, উত্তরবঙ্গের ব্যবসায়ীদের জন্য এই ট্রেনগুলি খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে শুধু উত্তরবঙ্গ নয়, ঘন কুয়াশার জেরে ১২ টি ট্রেন তিন মাসের জন্য বাতিল করেছে পশ্চিম রেলওয়েও।
বাতিল হওয়া ট্রেনগুলি মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং গুজরাত থেকে ছাড়ে। কুয়াশার কারণে নয়া বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রেনগুলি চালানো হবে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊