মেসেজ থেকে ভিডিও একাধিক পরিবর্তন আনছে WhatsApp






বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ এবার নিয়ে আসছে একাধিক পরিবর্তন। বেশ কয়েকমাস ধরে একের পর এক বদল আনছে হোয়াটস অ্যাপ। এবার মেসেজ ও ভিডিও দেখার ক্ষেত্রে বদল আনছে হোয়াটস অ্যাপ। যদিও একথা অফিশিয়ালি এখোনো জানায়নি সংস্থা।



হোয়াটস অ্যাপে কোনো মেসেজ পাঠিয়ে তা সকলের জন‍্য ডিলিট করা যায় তা আমাদের জানা। কিন্তু এর একটা সময় ছিল। ২০১৭-এ যখন এই পদ্ধতি চালু করে সংস্থা তখন সময় ছিল মাত্র ৭ সেকেন্ড এরপর সেই সময় বাড়িয়ে ৪, ০৯৬ সেকেন্ড অর্থাৎ ১ ঘণ্টার ৮ মিনিট মতো করে। অর্থাৎ এই সময়েই আপনি যে কাউকে পাঠানো মেসেজ সকলের জন‍্য ডিলিট করতে পারেন। কিন্তু এখন সেই সময়সীমা তুলে দিতে চাইছে হোয়াটস অ্যাপ। এই পরিবর্তনের জন‍্য চলছে কাজ।




এখন সাধারনত কোনো ভিডিও হোয়াটস অ্যাপে ফুল স্ক্রিন দেখতে গেলে অসুবিধায় পড়তে হয়। ফলে সংস্থা সেই পদ্ধতিতে বদল আনছে। এখন কোনো ভিডিও অনায়াসে ফুল স্ক্রিন দেখতে পাওয়া যাবে। কয়েক মাসের মধ্যেই এই বদলগুলি হোয়াটসঅ্যাপে আসতে চলেছে। এমনই দাবি সমীক্ষা চালানো সংস্থাগুলির।