আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ‘ইউনিভার্স বস’




আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ‘ইউনিভার্স বস’। চলতি টি২০ বিশ্বকাপের আসরেই ক্রিকেটকে বিদায় জানিয়েদিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব‍্যাটার ক্রিস গেইল। বিশ্বকাপের আগেই জানা গিয়েছিল এটাই তাঁর শেষ বিশ্বকাপ।




শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম‍্যাচ খেলেন তিনি। আউট হয়ে মাঠ থেকে বেরোনোর সময় সাইডলাইনে দাড়িয়ে ছিলেন সতীর্থরা। তাঁদের সাথে শেষ বেলাতেও খুনসুটি করে মাঠ ছাড়লেন গেইল।




তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংস শুরু করেছিলেন এবং দুটি বড় ছক্কা মেরে অল্প সময়ের জন্য তার পুরানো স্বভাবের আভাস দেখিয়েছিলেন। কিন্তু প্যাট কামিন্স তাকে মাত্র 15 রানে আউট করেন এবং গেইল যেভাবে উদযাপন করে ড্রেসিংরুমে ফিরে আসেন, তা স্পষ্টতই তার আন্তর্জাতিক অবসরের ইঙ্গিত দেয়।




ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি২০ ক্রিকেটে ৭৮টি ম্যাচে ১৮৮৪ রান করেছেন গেইল। দু’টি শতরান সহ সর্বোচ্চ ১১৭। সব মিলিয়ে টি২০-তে ৪৫২টি ম্যাচ খেলেছেন গেইল। মোট ১৪,৩০৬ রান করেছেন তিনি। ২২টি শতরান রয়েছে তাঁর।