বিজেপি পশ্চিমবাংলায় (West Bengal) নতুন গল্প লিখবে- জেপি নাড্ডা
রাজ্যে তৃতীয়বারের মতন ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির (Bengal BJP) রথ আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একে একে বিজেপি বিধায়ক কে তৃণমূলে (TMC) চলে আসতে দেখা যাচ্ছে। এমন ভাঙনের মুখে দাঁড়িয়ে দলকে চাঙ্গা করতে বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।
দিল্লিতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)-র ঘোষণা, "বিজেপি পশ্চিমবাংলায় (West Bengal) নতুন গল্প লিখবে।"
বিজেপির এই কর্মসমিতির বৈঠকে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ দলের শীর্ষ নেতৃত্ব। ভার্চুয়ালি আছেন লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর যোশীরাও।
BJP will write new story in West Bengal: Nadda assures leaders, voters
— ANI Digital (@ani_digital) November 7, 2021
Read @ANI Story | https://t.co/fP9fmQYKXH#BJP #WestBengal pic.twitter.com/BcfqzRjgi9
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊