Jio নিয়ে এলো Emergency Data Loan এর সুযোগ- পেয়ে যান ৫ জিবি ডেটা
Data নিয়ে চিন্তা আর নেই, এবার থেকে জিও দিচ্ছে Emergency Data Loan এর সুযোগ। অর্থাৎ ধরুন আপনার ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পথে কিন্তু আপনার প্রয়োজন আরও ডেটা অথচ রিচার্জ করতেও পারছেন না-এক্ষেত্রে আপনার সব সমস্যার সমাধান করে দেবে
Emergency Data Loan।
Reliance Jio সংস্থা Jio ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এই ডেটা লোনের সুযোগ। ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে গেলে ধার করা যাবে 1GB ডেটা। টাকা পরে দিলেও চলবে।
এই সুবিধা গ্রাহক উপভোগ করতে পারবে My Jio অ্যাপের সাহায্যে। ডেইলি ডেটা লিমিট পেরিয়ে যাবার একটু আগে এই অ্যাপে আবেদন করা যাবে “Emergency Data Loan” অপশনে গিয়ে।
এই অফারে ইউজার পাবেন মোট 5 টি 1GB ডেটা প্যাক । প্রত্যেক ডেটা প্যাকে খরচ হবে 11 টাকা করে। ইউজার চাইলে একটি ডেটা প্যাক ব্যবহার করে সঙ্গে সঙ্গে তার পেমেন্ট করে দিতে পারেন। কিংবা দরকার মতন 5 টি ডেটা প্যাক ইউজ করে একসঙ্গে 55 টাকা পেমেন্ট করতে পারেন। অর্থাৎ ৫৫ টাকায় ৫ জিবি ডেটা।
MY JIO অ্যাপ থেকে EMERGENCY DATA LOAN অ্যাক্টিভ করতে চাইলে -
- প্রথমে নিজের স্মার্টফোনে My Jio অ্যাপ ওপেন করে বাঁ দিকের ওপরে ক্লিক করে Menu খুলতে হবে।
- এরপর Mobile Services ক্যাটেগরির মধ্যে Emergency Data Loan অপশনে ক্লিক করতে হবে ।
- এরপর ব্যানারের Proceed অপশনে ক্লিক করতে হবে।
- তারপর Get Emergency Data অপশন সিলেক্ট করতে হবে।
- Active now অপশনে ক্লিক করলেই ডেটা লোন প্যাক অ্যাক্টিভ হয়ে যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊