Latest News

6/recent/ticker-posts

Ad Code

জনধন অ্যাকাউন্টে আধার লিঙ্ক না হওয়ায় হতে পারে ১.৩০ লক্ষ টাকার লোকসান! আজই লিঙ্ক করিয়ে নিন এইভাবে

জনধন অ্যাকাউন্টে আধার লিঙ্ক না হওয়ায় হতে পারে ১.৩০ লক্ষ টাকার লোকসান! আজই লিঙ্ক করিয়ে নিন এইভাবে

financial




জনধন একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। ব্যাঙ্কে গিয়ে খুব সহজেই জনধন অ্যাকাউন্ট খালা যায়৷ এর জন্য ব্যাঙ্কে একটি ফর্ম ফিলআপ করতে হবে ৷ নাম, মোবাইল নম্বর, ব্যাঙ্ক শাখার নাম, আবেদনকারীর নাম, ঠিকানা, নমিনি, বার্ষিক আয় ইত্যাদি তথ্য দিতে হবে ৷




আপনি জনধন অ্যাকাউন্টে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন তো ? না হলে লোকসান হবে ১.৩০ লক্ষ টাকার। দেরি না করে আজই লিঙ্ক করিয়ে নিন আধারের সঙ্গে জনধন অ্যাকাউন্ট ৷




আসলে জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করানো থাকলে; এই অ্যাকাউন্টের একাধিক সুবিধা আটকে দেওয়া হবে। জনধন অ্যাকাউন্টে গ্রাহকদের ওভারড্রাফ্ট ও রুপে কার্ড-সহ একাধিক বিশেষ পরিষেবা দেওয়া হয়ে থাকে ৷ তবে আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে পড়তে হতে পারে বড় সমস্যায় ৷




জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের রুপে ডেবিট কার্ড দেওয়া হয়৷ এই কার্ডে ১ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স দেওয়া হয় গ্রাহকদের ৷ কিন্তু আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক না করানো থাকলে এই সুবিধা মিলবে না ৷ ফলে লোকসান হবে ১ লক্ষ টাকার ৷ এর পাশাপাশি এই অ্যাকাউন্টে পেয়ে যাবেন ৩০,০০০ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার ৷ একই ভাবে আধার লিঙ্কড না থাকলে মিলবে না এই বেনিফিট ৷ তাই দেরি না করে আজই লিঙ্ক করিয়ে নিন আধারের সঙ্গে জনধন অ্যাকাউন্ট ৷




ব্যাঙ্কে গিয়ে লিঙ্ক:-


ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারবেন। ব্যাঙ্কে আধার কার্ডের ফটো কপি ও পাসবুক নিয়ে যেতে হবে।




এসএমএস-এর মাধ্যমে লিঙ্ক:-


বেশ কিছু ব্যাঙ্ক এখন মেসেজের মাধ্যমে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে থাকে। স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ বক্সে গিয়ে UID<SPACE>আধার নম্বর<SPACE>অ্যাকাউন্ট নম্বর লিখে 567676 নম্বরে মেসেজ পাঠাতে হবে।





এটিএম-এর মাধ্যমে লিঙ্ক:-


আপনার নিকটবর্তী এটিএম থেকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন। তবে, ব্যাঙ্কে এবং আধারে আলাদা আলাদা মোবাইল নম্বর দেওয়া থাকলে লিঙ্ক করা যাবে না ৷

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code