জনধন অ্যাকাউন্টে আধার লিঙ্ক না হওয়ায় হতে পারে ১.৩০ লক্ষ টাকার লোকসান! আজই লিঙ্ক করিয়ে নিন এইভাবে
জনধন একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। ব্যাঙ্কে গিয়ে খুব সহজেই জনধন অ্যাকাউন্ট খালা যায়৷ এর জন্য ব্যাঙ্কে একটি ফর্ম ফিলআপ করতে হবে ৷ নাম, মোবাইল নম্বর, ব্যাঙ্ক শাখার নাম, আবেদনকারীর নাম, ঠিকানা, নমিনি, বার্ষিক আয় ইত্যাদি তথ্য দিতে হবে ৷
আপনি জনধন অ্যাকাউন্টে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন তো ? না হলে লোকসান হবে ১.৩০ লক্ষ টাকার। দেরি না করে আজই লিঙ্ক করিয়ে নিন আধারের সঙ্গে জনধন অ্যাকাউন্ট ৷
আসলে জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করানো থাকলে; এই অ্যাকাউন্টের একাধিক সুবিধা আটকে দেওয়া হবে। জনধন অ্যাকাউন্টে গ্রাহকদের ওভারড্রাফ্ট ও রুপে কার্ড-সহ একাধিক বিশেষ পরিষেবা দেওয়া হয়ে থাকে ৷ তবে আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে পড়তে হতে পারে বড় সমস্যায় ৷
জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের রুপে ডেবিট কার্ড দেওয়া হয়৷ এই কার্ডে ১ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স দেওয়া হয় গ্রাহকদের ৷ কিন্তু আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক না করানো থাকলে এই সুবিধা মিলবে না ৷ ফলে লোকসান হবে ১ লক্ষ টাকার ৷ এর পাশাপাশি এই অ্যাকাউন্টে পেয়ে যাবেন ৩০,০০০ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার ৷ একই ভাবে আধার লিঙ্কড না থাকলে মিলবে না এই বেনিফিট ৷ তাই দেরি না করে আজই লিঙ্ক করিয়ে নিন আধারের সঙ্গে জনধন অ্যাকাউন্ট ৷
ব্যাঙ্কে গিয়ে লিঙ্ক:-
ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারবেন। ব্যাঙ্কে আধার কার্ডের ফটো কপি ও পাসবুক নিয়ে যেতে হবে।
এসএমএস-এর মাধ্যমে লিঙ্ক:-
বেশ কিছু ব্যাঙ্ক এখন মেসেজের মাধ্যমে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে থাকে। স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ বক্সে গিয়ে UID<SPACE>আধার নম্বর<SPACE>অ্যাকাউন্ট নম্বর লিখে 567676 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
এটিএম-এর মাধ্যমে লিঙ্ক:-
আপনার নিকটবর্তী এটিএম থেকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন। তবে, ব্যাঙ্কে এবং আধারে আলাদা আলাদা মোবাইল নম্বর দেওয়া থাকলে লিঙ্ক করা যাবে না ৷
1 মন্তব্যসমূহ
Nice news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊