এবার থেকে চার ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে পুরী! চালু হচ্ছে হাইস্পিড ট্রেন
এবার হাওড়া থেকে পুরী পৌঁছে যাবেন মাত্র ৪ ঘণ্টায়; চালু হতে চলেছে হাইস্পিড ট্রেন। এর ফলে পুরী ভ্রমণ আরও সহজ হবে আপনার।
পুরী মাত্র চার ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন আপনি। শীঘ্রই দেশের মোট আটটি জায়গায় দ্রুতগতির ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
যার মধ্যে হাওড়া স্টেশন থেকে তিনটি রুটে ট্রেন চলবে। জানা গিয়েছে, হাওড়া থেকে মুম্বই, চেন্নাই এবং পুরি রুটে হাইস্পিড এই ট্রেন চলবে। হাওড়া-মুম্বই রুটে হাই স্পিড ট্রেন যাবে ১ হাজার ৯৬৫ কিলোমিটার। যেখানে দুরন্ত এক্সপ্রেসে এখন মুম্বই যেতে সময় লাগে ২৭ ঘণ্টা, সেখানে এই হাইস্পিড ট্রেনে সময় লাগবে মাত্র ১৪ ঘণ্টা।
এই হাইস্পিড ট্রেন হাওড়া-চেন্নাই রুটে ১ হাজার ৬৫২ কিলোমিটার যাবে। এখন চেন্নাই মেল এ সময় লাগে ২৮ ঘণ্টা। কিন্তু হাই স্পিড ট্রেন এর সময় লাগবে ১৩ ঘণ্টা।এদিকে হাওড়া থেকে পুরী দূরত্ব ৫০২ কিলোমিটার শতাব্দী এক্সপ্রেসে এখন সময় লাগে সাড়ে ৭ ঘণ্টা।
মাত্র চার ঘণ্টার মধ্যে ইহাই স্পিড ট্রেনে পৌঁছে পুরী পৌঁছে যাওয়া যাবে। এই হাই স্পিড ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊