আবারও করোনা সংক্রমণের (Covid-19) জেরে দিনহাটায় (Dinhata) বন্ধ বাজার (Lockdown) ! চলছে জোর কদমে স্যানিটাইজের (Sanitization) কাজ 

Lockdown



সমীর হোসেন, দিনহাটাঃ 

আবারও করোনা সংক্রমণের জেরে বন্ধ দিনহাটার গুরুত্বপূর্ণ প্রত্যুষা বাজার। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এই বাজার। চলছে স্যানিটাইজেশনের কাজ। স্বাভাবিকভাবেই করোনা সংক্রমণের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

দিনহাটা পৌরসভার সূত্রে জানা গিয়েছে, প্রত্যুষা বাজার সংলগ্ন এলাকায় পরপর ছয়জন ব্যক্তি করোনা সংক্রামিত হওয়ায় পৌরসভা কর্তৃপক্ষ বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক ওই বাজারের ব্যবসায়ীদের পুরো বিষয়টি জানানো হয়। এদিন সকালে প্রত্যুষা বাজার বন্ধ থাকলেও সেই বাজারের ব্যবসায়ীরা সাময়িকভাবে তাদের পসরা নিয়ে বাজার সংলগ্ন হরতকি তলার মাঠে বসায় ।


এদিকে, ওই এলাকায় করোনা সংক্রমনের খবর সামনে আসতেই হরিতকি তলা মোড় থেকে বিদ্রোহী মোর পর্যন্ত একাধিক স্থানে কনটেইনমেন্ট জোন লেখা পোস্টার  লাগানো হয়েছে বেশ কয়েকটি জায়গায়।


এ বিষয়ে দিনহাটা পৌরসভার পৌর প্রশাসক গৌরীশংকর মাহেশ্বরী জানান , ওই এলাকায় বেশ কয়েকজন করোনা সংক্রামিত হয়েছেন। এর ফলে তিনদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তিন দিন সেই বাজার স্যানিটাইজেশনের কাজ চালানো হবে।


তিনি আরও বলেন কন্টেইনমেন্ট জোন নয়, শুধুমাত্র যারা আক্রান্ত তাঁদের বাড়ি মাইক্রো কন্টেইনমেন্ট জোনে রয়েছে।