Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking- আবারও করোনা সংক্রমণের ফলে বিদেশীদের জন্য বন্ধ হলো সিকিমের দরজা

একদিকে করোনার নতুন স্ট্রেন 'অমিক্রণের' আতঙ্ক, অন্যদিকে করোনার সংক্রমণ (corona virous infection) আবারও বৃদ্ধি পাওয়ায় সিকিমের (sikkim) দরজা পর্যটকদের জন্য বন্ধ হলো। আজ সিকিম গৃহ মন্ত্রনালয় (sikkim home department) এক বিজ্ঞপ্তি জারি করেছে।

corona virous infection



বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিদেশীদের জন্য সিকিমে প্রবেশ বন্ধ করা হচ্ছে । 1 ডিসেম্বর থেকেই এই ঘোষণা বলবৎ হবে। ১৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ।  

সূত্রের খবর, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত। 





তবে পর্যটনের এই ভরা মরশুমে সিকিমের দরজা বন্ধ হওয়ায় সিকিমের পর্যটন শিল্প আবারও বিপদের মুখে পরে গেলো।



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code