SSC Group D মামলায় ডিভিশন বেঞ্চে স্বস্তি রাজ্যের


High Court on SSC


SSC Group D মামলায় ডিভিশন বেঞ্চে স্বস্তি রাজ্যের । এসএসসি গ্রুপ ডি ‘দুর্নীতি’ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সিবিআই অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত এই মামলায় ৩ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল। স্কুল সার্ভিস কমিশন ও পর্ষদকে নিয়োগ সংক্রান্ত সব নথি সিল করে আজকের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে নথি । আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।




শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়ালে বলা হয়, ‘রাজ্য পুলিশ থাকতে মামলার ভার সিবিআইকে দেওয়া ঠিক নয়। পুলিশ কাজ করতে না পারলে বিচার করে দেখা যেত।



আদালতে রাজ্যের পক্ষ থেকে বলা হয়,  ‘পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ কাজ করেনি, এমন কোনও অভিযোগও নেই।তদন্ত করার কোনও আবেদন মামলাকারীরা করেননি। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করার বিষয়ে কমিশন সহমত ছিল।



বিভাগীয় তদন্ত হচ্ছে কিনা বিচারপতির প্রশ্নে  রাজ্যের পক্ষ থেকে বলা হয়, সিঙ্গল বেঞ্চের নির্দেশনামা বলা হয়েছে,  মানুষের আস্থা অর্জনের জন্য সিবিআই অনুসন্ধান দেওয়া হয়েছে। ‘রাজ্যের পুলিশের ওপর কি মানুষের আস্থা নেই?’ রাজ্যের পক্ষ থেকে বলা হয়, দুর্নীতি কড়া হাতে মোকাবিলা করতে হবে বলে বলা হয়েছে।



কমিশনের পক্ষ থেকে বলা হয়, আমরা কোনও তদন্তের বিরুদ্ধে নই।