নিগমনগর উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক ডাকাতির কিনারা করলো পুলিশ
কোচবিহার জেলার দিনহাটার নিগমনগর উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক ডাকাতির কিনারা করলো পুলিশ!। ঘটনায় জড়িত ব্যাংকের কর্মীরাই।
ঘটনায় এক দিনের মধ্যেই নিগমনগর উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক ডাকাতির কিনারা করলো পুলিশ। তদন্তে নেমে দিনহাটা এসডিপিও প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করে ব্যাংকের ক্যাশিয়ার আতারুল ম্যানেজার অভিজিৎ ভৌমিক ও আর একজন স্টাফ চন্দ্র শেখর বর্মনকে।
তাদের কথায় অসঙ্গতি থাকায় তাদের আরও জোরালো জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জেরার মুখে তারা স্বীকার করে তাদের কুকর্মের কথা। ক্যাশিয়ার অতারুল স্বীকার করে, সে অনেকদিন থেকেই ধিরে ধিরে ব্যাংক থেকে টাকা সরাচ্ছিল। তার ব্যাক্তিগত ব্যাবসায় মন্দা থাকায় সে এই পন্থা অবলম্বন করে। আর তার এই কু কর্মে তাকে সাহায্য করে ব্যাংকের ম্যানেজার অভিজিৎ ও স্টাফ চন্দ্র শেখর।
অপরাধীদের স্বীকারোক্তির ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ তাদের গ্রেফতার করে ও আজ দিনহাটা মহকুমা আদালতে চালান করে। উল্লেখ্য গতকাল দিনহাটার নিগমনগর উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক ডাকাতির ঘটনায় শোরগোল পরে গিয়েছিল সমগ্র মহকুমা জুড়ে। ব্যাংকের স্টাফদের ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছিল কয়েকজন দুষ্কৃতি গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে ও প্রায় ১৯ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। আর তারপরেই ঘটনার তদন্ত শুরু করে দিনহাটা থানার পুলিশ।
11 মন্তব্যসমূহ
অত্যন্ত জঘন্য কাজ ।। সাধারণ মানুষের সম্পত্তি চুরি।। অপরাধীর যোগ্য শাস্তি দাবি করছি।।
উত্তরমুছুনGood job Dinhata police
উত্তরমুছুনঅভিযুক্ত দের তাড়াতাড়ি গ্রেফতার করা হোক
উত্তরমুছুনউপযুক্ত ব্যবস্থা হোক
উত্তরমুছুনবিশেষ চাহিদা সম্পন্ন দের জন্য প্রতিটি ব্যাংকে ramp এর ব্যবস্থা করা হোক
উত্তরমুছুনসিসিটিভি এর আওতায় আনা হোক পুরো Bank চত্বর
উত্তরমুছুনNice
উত্তরমুছুনসিসি টিভি এর আওতায় আনা হোক পুরো ব্যাংক চত্বর
উত্তরমুছুনদোষী রা শাস্তি পাক
উত্তরমুছুনবিশেষ চাহিদা সম্পূর্ন দের জন্য ব্যাংকে উপযুক্ত পরিকাঠামো করা হোক।
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊