এলাকাভিত্তিক নানান কর্মসূচি নিয়ে আলোচনা সভা 





পূর্ব বর্ধমান:- বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের এলাকা ভিত্তিক নানান কর্মসূচি গ্রহণযোগ্য বিষয় নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় বর্ধমান টাউন হল প্রেক্ষাগৃহে।



এদিন বর্ধমান পৌরসভার পাঁচ পৌর প্রশাসক মন্ডলীর উপস্থিতিতে মূলত আজকের বিশেষ কর্মসূচি গ্রহণ।



2021সের অগাস্ট মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক পাঁচ সদস্যের পৌর প্রশাসক মন্ডলী গঠন করা হয়।



কার্যতঃ পৌরসভায় প্রশাসক পদে আসীন হতেই চেয়ার পার্সন প্রণব চ্যাটার্জী,ভাইস চেয়ার পার্সন আইনুল হক , আলপনা হালদার,শঙ্খ শুভ্র ঘোষ ও উমা সাঁইদের কাজের দ্বারা পরিচালিত করতে পৌরসভার সমস্ত কর্মীরা এগিয়ে আসে।

আজ বর্ধমান পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা।



মূলত এদিন ডেঙ্গি নিয়ে বিশেষ জোর দেওয়া হয়, এছাড়া প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক ময়লা আবর্জনা যাতে না জমে সেদিকে নজর রেখে প্রত্যেক বাড়িতে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন দেওয়া হবে।



এই মুহূর্তে 35 টি ওয়ার্ডে যেসব বাংলা আবাস যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি ঠিকঠাক হচ্ছে কিনা সেদিকেও নজর রাখা হবে জানান ,ভাইস চেয়ার পার্সন আইনুল হক।