Big Breaking: প্রকাশিত হলো H.S. 2022 এর প্রশ্নপত্রের ধরণ Subject-wise Question Pattern


Subject-wise Question Pattern


গত সোমবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ‍্যমিক পরীক্ষার সূচি। আর এবার প্রকাশিত হলো Subject-wise Question Pattern। 

গত বছর করোনার জেরে বাতিল হয়ে যায় মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। এরপর বিকল্প পদ্ধতিতে হয় মূল‍্যায়ন। হয় ফল প্রকাশ কিন্তু সেসময় জানানো হয়নি এবছরের উচ্চমাধ‍্যমিক পরীক্ষার সূচি। ইতিমধ‍্যে, এবছর ও সারা বছর স্কুল বন্ধ থাকায় সিলেবাস কমিয়ে দিয়েছে বোর্ড। 


২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হবে। ২০ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত। ওই দিনেই চলবে একাদশের পরীক্ষা। সেই পরীক্ষা হবে দুপুর ২টো থেকে সোয়া ৫টা পর্যন্ত। সম্পূর্ণ রুটিন দেখতে ক্লিক করুন - উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২২ 


Subject-wise Question Pattern দেখতে ক্লিক করুন- download