শিক্ষকের মোবাইল (teacher's mobile) ফোন হ্যাক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে (whatsapp group) পাঠানো হলো অশ্লীল ছবি (pornographic pictures) ও ভিডিও (pornographic videos)
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:
করোনা কালে রাজ্যে বন্ধ স্কুল, কলেজ। আর সেই সময় চলছে রাজ্যের স্কুল, কলেজের ছাত্র ছাত্রীদের চলছে অনলাইনে ক্লাস। কিন্তু সেই অনলাইন ক্লাসের গ্রূপেই এলো অশ্লীল ভিডিও (pornographic pictures-videos)।
জানা গেছে সালানপুর ব্লকের হিন্দুস্তান কেবলস ডি.এ.ভি পাবলিক স্কুলের অনলাইন পড়াশোনার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ছাত্রছাত্রীদের ফোনে পাঠানো হলো অশ্লীল ছবি ও ভিডিও।
অভিযোগ ডি.এ.ভি পাবলিক বিদ্যালয়ের ফিজিক্যাল ডিপারমেন্টের শিক্ষক অঞ্জনি কুমার সিংয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করে ছাত্রছাত্রীদের ফোনে অশ্লীল ছবি এবং ভিডিও পাঠানো হয়। কিন্তু অনলাইনে পড়াশোনার জন্য স্কুল থেকে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক সমস্ত ছাত্র-ছাত্রীদের মোবাইলে সঙ্গে যুক্ত আছে সেই গ্রুপে হ্যাকাররা পড়াশোনার পরিবর্তে পাঠাতে থাকে অশ্লীল ছবি ও আপত্তিকর ভিডিও আপ লোড করেদেয়। আর এই বিষয়টি ছাত্র ছাত্রীদের নজরে আসা মাত্রই তারা বিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা শিক্ষকদের কাছে আবেদন করেন যাতে দ্রুত এইসব অশ্লীল ভিডিও এবং ছবি তারা মুছে ফেলেন ওই গ্রূপ থেকে।
এদিকে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ওই শিক্ষককে নিয়ে আসানসোলের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
এদিকে এই ধরনের অপরাধ যে বা যারা সংঘটিত করেছে তাদের যাতে দ্রুত কঠোরতম শাস্তি হয় তা নিয়ে বিদ্যালয় কর্তিপক্ষ আবেদন জানিয়েছে প্রশাসনের কাছে। পাশাপাশি অভিভাবকদের বিদ্যালয়ের পাশে থাকার জন্য অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে।
এই প্রসঙ্গে এদিন এক অভিভাবক বলেন এটা নতুন কিছু বিষয় নয়, এর আগেও গ্রুপে অশ্লীল ভাষায় ম্যাসেজ করা হয়েছিলো। এখনতো সরাসরি ছবি এবং ভিডিও পাঠানো হচ্ছে এই নিয়ে আমারা আগেও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু তার পরেও বন্ধ হয়নি। তবে এবার যদি আরো অশ্লীল ছবি ভিডিও বা কথা আসে তবে আমরা সমস্ত অভিভাবকরা মিলে আন্দোলন গড়ে তুলবো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊