T20 WC: আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের পর ভারতের সেমিফাইনালে যাওয়ার সুযোগ কতটা?
আফগানিস্তানের বিরুদ্ধে ৬৬ রানে জয় দিয়ে একুশের টি২০ বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল ভারত। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে ৩ ম্যাচে ২০পয়েন্টে- দাঁড়িয়ে ভারত। পাশাপাশি নেট রানরেট +০.০৭৩। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ভারত।
ইতিমধ্যে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমি ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে পাকিস্তান। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। আফগানদের ঝুলিতে চার ম্যাচে চার পয়েন্ট আছে। নেট রানরেট +১.৪৮১। সেখানে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে কিউয়িদের নেট রানরেট +০.৮১৬।
নিউজিল্যান্ডের পরবর্তী দুটি ম্যাচ নামিবিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে। যদি এই দুই ম্যাচ নিউজিল্যান্ড জিতে যায় তবে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমি ফাইনালে চলে যাবে নিউজিল্যান্ড। ফলে সেমি ফাইনাল থেকে ছিটকে যাবে ভারত।কারণ ভারতের আর দুটি ম্যাচ বাকি আছে। দুটি ম্যাচ জিতলেও ছয় পয়েন্টের বেশি হবে না।
আফগানিস্তান বা নামিবিয়ার বিরুদ্ধে যেকোন একটি ম্যাচ যদি নিউজিল্যান্ড হেরে যায় তবে নিউজিল্যান্ডের ৬ পয়েন্ট হয়ে যাবে এবং ভারতকে বাকি দুটি ম্যাচ জিততেই হবে তবে ভারতের পয়েন্ট হবে ৬। আবার যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান জিতে যায় তবে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তান তিন দলেরই পয়েন্ট হবে ৬ করে। সেক্ষেত্রে নেট রাননেটের বিচারে সেমি ফাইনালে যাবে একটি দল।
আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের ফলে ভারতের তেমন লাভ হল না তবে জয়ের ফলে সেমিফাইনালে যাওয়ার কিছুটা আশা বেঁচে থাকল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊