মোদীতে ভরসা নেই! আন্দোলন চলবেই জানিয়ে দিল কৃষক নেতা 






২০২০-র সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন সংসদের উভয় কক্ষে পাস করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। আর এরপরেই রাজধানীর সীমান্তে শুরু কৃষক বিক্ষোভ। তিন কৃষি আইন বাতিলের দাবিতে চলতে থাকে আন্দোলন। যে আন্দোলন আজও বহাল রয়েছে।



এদিকে আজ গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে শেষপর্যন্ত ৩টি কৃষি আইন (Farmer Act) প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘোষণা করে মোদির আবেদন, কৃষকরা এবার খেতে ফিরে আসুন।



প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেও আন্দোলনেই অনড় থাকবেন কৃষকরা এমনটাই ঘোষণা দিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait)।



সোশ্যাল মিডিয়ায় ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত জানান, আন্দোলন এখনই থামবে না না, আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন সংসদে কৃষি আইন বাতিল হবে। কৃষকদের অন্যান্য সমস্যার পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিয়েও কথা বলতে হবে।



তিনি লেখেন, 'আন্দোলন ফিরিয়ে নেওয়া হবে না। আমরা সেই দিনের অপেক্ষায় থাকব যেদিন সংসদে কৃষি আইন বাতিল করা হবে। এমএসপি ছাড়াও কৃষকদের অন্যান্য সমস্যা নিয়েও সরকারের কথা বলা উচিত।'



কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করলেও মোদী এদিন দাবি করেন, তাঁর সরকারের উদ্দেশ্য সত্ ছিল। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'এই তিনটি আইনের লক্ষ্য ছিল কৃষকদের, বিশেষ করে ছোট কৃষকদের ক্ষমতা বাড়ানো। কৃষকদের স্বার্থে আইনগুলি আমরা প্রয়োগের পরিকল্পনা করেছিলাম কিন্তু এক শ্রেণির কৃষকদের বোঝাতে পারিনি। তাই আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সাংসদ অধিবেশনে সেগুলি বাতিল করার ব্যবস্থা করা হবে।'