JOB UPDATE: UPSC-তে একাধিক শূন্যপদে নিয়োগ
Union Public Service Commission সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের ঘোষণা দিয়েছি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে www.upsconline.nic.in গিয়ে আবেদন করতে পারেন।
শূন্যপদের সংখ্যা- ৩৬টি
শূন্যপদের বিস্তারিত বিবরণ -
প্রফেসর (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং): ১টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর (ইলেকট্রনিক্স এবং
টেলিকমিউনিকশন ইঞ্জিনিয়ারিং): ৩টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং): ৩টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর ((ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকশন ইঞ্জিনিয়ারিং): ৭টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং): ৫টি পদ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর: ৩টি পদ
ডেপুটি ডিরেক্টর: ৬টি পদ
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার: ৮টি পদ
আবেদন ফি- জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫ টাকা জমা করতে হবে। অন্য দিকে, তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদন বাবদ কোনও অর্থ দিতে হবে না।
প্রার্থীদের ‘Online Recruitment Application’-র মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট www.upsconline.nic.in থেকে আবেদন করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊