গরুর হাট তুলে দিতে হবে, গোমাতা কেনাবেচা করা যাবে না': BSF-র অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী
'সমস্ত গরুর হাট তুলে দিতে হবে, গোমাতা বেচাকেনা করা যাবে না' , বিএসএফ-এর অনুষ্ঠানে শুভেন্দুর হুঙ্কার
CBI, ED -র পর এবার এবার BSF-র গায়েও রাজনীতির রঙ নিয়ে চাপানউতোর বঙ্গ রাজনীতিতে। নিউটাউনে BSF -র অনুষ্ঠানে গিয়ে তৃণমূলকে নিশানা করে শুভেন্দু বলেন, বিএসএফ সম্পর্কে অপশব্দ ব্যবহার করা হয়েছে। বিএসএফের সম্মানহানির জন্য তাপস রায়, উদয়ন গুহরা এসে ক্ষমা চান!
বিজেপি বঙ্গে বিএসএফের গৈরিকীকরণের চেষ্টা করতে বলে মন্তব্য করেছে তৃণমূল। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, BSF মানে বিজেপি সিকিওরিটি ফোর্স।
বিধানসভায় কেন্দ্রের বিএসএফের পরিধি নীতির বিরোধী প্রস্তাব পাশ করেছে রাজ্য। যা নিয়ে কয়েকদিন ঘরেই দু’পক্ষের লড়াই চলছে।
এদিন জনা পঞ্চাশেক বিজেপি বিধায়ক অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই শুভেন্দু বলেন, 'বিধানসভায় দাঁড়িয়ে অন্য দলের সতীর্থ, তারা যে ভাষা বিএসএফ সম্পর্কে প্রয়োগ করেছেন, তা অনভিপ্রেত, ক্ষমা চাইছি, হতে পারে বিএসএফের কেউ কেউ খারাপ আছেন, তার মানে গোটা বিএসএফ-কে কাঠগড়ায় তোলা ঠিক নয়, এভাবে ভাষা সন্ত্রাস চালানো যায় না, ওরা অনেক কিছুই বলতে পারে, আমরা অভিনন্দন জানাতে এসেছি, আমরা জন প্রতিনিধি হিসেবে, যাঁরা মানুষের সেবা করেন, তাঁদের সঙ্গে দেখা করলাম, ওরা কী বলছে জানার দরকার নেই, ওরা আসেননি, এসে ক্ষমা চাক'।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊