বঙ্গ BJP-তে অর্থ এবং নারীর চক্র! বিস্ফোরক তথাগত রায়






বঙ্গ বিজেপি উত্তাল দুই প্রাক্তন সভাপতির বাগযুদ্ধে। বিধাধসভ নির্বাচনে বিজেপির পরাজয়ের পরেই একে একে আঘাত হানতে শুরু করে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। উপনির্বাচনে ভরাডুবির পরেই ফের একে একে টুইটে বিস্ফোরক হয়েছেন তথাগত।




বঙ্গ বিজেপিতে তথাগত রায় ও দিলীপ ঘোষের সংঘাত কার্যত শোরগোল শুরু হয়েছে বিজেপির অন্দরে। শনিবারই তথাগত রায়কে সরাসরি দল ছাড়ার পরামর্শ দিয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ যার পাল্টা দিয়ে অর্ধশিক্ষিত বলেছেন তথাগত।




দলের প্রবীণ নেতাকে পাল্টা দিতে রামকৃষ্ণ-রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে এনেছেন দিলীপ ঘোষ। এরপরেই পাল্টা দিতে ছাড়েননি তথাগত।




সোমবার সকালে ট্যুইটে তথাগত লেখেন, ''৩ থেকে ৭৭(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা - এঁরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে।''




রাজনৈতিক মহল মনে করছে এই টুইটেও দিলীপ ঘোষকে নিশানা করেছেন তথাগত রায়। BJP-র জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়ে দিলীপ ঘোষ জবাব দিয়েছিলেন, ''এসব যারা বলে বেড়ান, তাঁদের শিক্ষা নিয়েই তো প্রশ্ন উঠে যায়। রামকৃষ্ণ দেব, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথাগত ভাবে খুব বেশী পড়াশোনা না করলেও গোটা বিশ্ব তাঁদের কথা শোনে, মনে রেখেছে। রামকৃষ্ণের বই পড়ি আমরা, আমাদের জীবন তৈরি করে সেগুলি।'' এরপরই দিলীপ ঘোষ সংযোজন করেন, ''এটাই ভারতের সংস্কৃতি। এটা যারা বুঝতে পারেন না, তাঁদের কিছু তো বলার নেই।''