Bank Of India- র একাধিক শুন‍্যপদে নিয়োগ, এখনি আবেদন করুন




Bank Of India- র একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের আগামী ১৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইন ও অফলাইন-- দু’ভাবেই আবেদন করতে হবে। 



শূন্যপদের সংখ্যা--

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, মোট ১২টি শূন্য পদ রয়েছে।


Bank of India Recruitment 2021: শূন্য পদের বিস্তারিত বিবরণ--

ফ্যাকাল্টি: ১টি পদ

অফিস অ্যাসিস্ট্যান্ট: ৪টি পদ

অফিস অ্যাটেন্ডেন্ট: ২টি পদ

ওয়াচম্যান কাম গার্ডেনার: ৪টি পদ

ফাইন্যান্সিয়াল লিটারেসি কাউন্সিলার: ১টি পদ




প্রার্থীরা সরাসরি এই লিঙ্কে https://bankofindia.co.in/pdf/Lucknow%20Zone.pdf গিয়ে আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারেন।



প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্র সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে ওয়েবসাইটে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।