Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bank Of India- র একাধিক শুন‍্যপদে নিয়োগ, এখনি আবেদন করুন

Bank Of India- র একাধিক শুন‍্যপদে নিয়োগ, এখনি আবেদন করুন




Bank Of India- র একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের আগামী ১৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইন ও অফলাইন-- দু’ভাবেই আবেদন করতে হবে। 



শূন্যপদের সংখ্যা--

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, মোট ১২টি শূন্য পদ রয়েছে।


Bank of India Recruitment 2021: শূন্য পদের বিস্তারিত বিবরণ--

ফ্যাকাল্টি: ১টি পদ

অফিস অ্যাসিস্ট্যান্ট: ৪টি পদ

অফিস অ্যাটেন্ডেন্ট: ২টি পদ

ওয়াচম্যান কাম গার্ডেনার: ৪টি পদ

ফাইন্যান্সিয়াল লিটারেসি কাউন্সিলার: ১টি পদ




প্রার্থীরা সরাসরি এই লিঙ্কে https://bankofindia.co.in/pdf/Lucknow%20Zone.pdf গিয়ে আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারেন।



প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্র সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে ওয়েবসাইটে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code