Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের ব্যাট হাতে ২২ গজে ফিরছেন সৌরভ গাঙ্গুলি!

ফের ব্যাট হাতে ২২ গজে ফিরছেন সৌরভ গাঙ্গুলি!

sourav gangully




সব ধরনের ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি। সৌরভ গাঙ্গুলি। ব্যাট হাতে ফের মাঠে নামতে চলেছেন তিনি। নিজের প্রিয় ইডেনের ২২ গজে নামবেন মহারাজ।



কোনও বিজ্ঞাপনের শুটিং নয় বাস্তবেই মাঠে নামবেন সৌরভ। তবে তা ভারতীয় টিমের জার্সিতে নয় বিসিসিআইয়ের জার্সিতে। ৪ ডিসেম্বর কলকাতায় বিসিসিআইয়ের (BCCI) এজিএম (AGM) প্রথা অনুযায়ী আগের দিন ৩ ডিসেম্বর বোর্ডের সমস্ত কর্তারা নিজেদের মধ্যে ক্রিকেট ম্যাচ খেলবেন।



গতবছর আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে হয় এই ম্যাচ কিন্তু এবছর বোর্ডের এজিএম কলকাতায় হওয়ায় ম্যাচ হবে ইডেনে। বোর্ড সভাপতি একাদশ এবং বোর্ড সচিব একাদশের ম্যাচ। অর্থাৎ সৌরভ বনাম জয় শাহ মুখোমুখি ক্রিকেট ম্যাচে।



বিশ্বকাপ আয়োজন করার পর দুবাই থেকে শুক্রবার সকালে ফিরেছেন সৌরভ। আর তারপর সন্ধ্যায় ইডেনে যান তিনি। ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তুতি দেখতে ও পিচ পরীক্ষা করতে চেনা ছন্দেই ইডেনে হাজির ছিলেন সৌরভ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code