Latest News

6/recent/ticker-posts

Ad Code

বৌভাত খেতে এসে, ফেরা হল না আর বাড়ি- ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু

বৌভাত খেতে এসে, ফেরা হল না আর বাড়ি- ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু





জলপাইগুড়ি : লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার ।



ঘটনাটি ঘটেছে গতকাল রাতে ১২ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ধূপগুড়ি ব্লকের ডাউকিমারী থেকে জলঢাকা যেতে মাঝপথে টুকলিমারী রেলগেট, কাছে রয়েছে আলতাগ্রাম স্টেশন। মৃতের বাড়ি হলদিবাড়ি।




স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১২ টা নাগাদ দুর্ঘটনা ঘটে । এদিন রাতে হলদিবাড়ি থেকে আসা একটি বৌভাতের বাস জলঢাকা থেকে ভান্ডানী রাস্তায় এসে টুকলিমারী রেলগেটে আন্ডারপাসে গাড়িটি আটকে পরে এবং গাড়িটি পাস না হওয়ায় সব যাত্রী নেমে পড়ে এবং রেললাইনের ওপর দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল বিয়ে বাড়ির উদ্দেশ্যে, সেসময়ে কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসে এরফলে ৫০ বছর বয়সী এক মহিলা ট্রেনে কাটা পড়ে।


খবর পেয়ে জি.আর.পি এসে মৃত্যু দেহটি নিয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code