Durga Puja: দূর্গাপূজা নিয়ে ১১ দফা নির্দেশিকা জারি করলো রাজ‍্য  


Durga Puja 2021


আর কদিন বাকি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর। রাত ফুরালেই পিতৃপক্ষের অবসান। শুরু হবে দেবীপক্ষের আগমনী। মহালয়া থেকেই শুরু হয় দুর্গা পূজার দিন গোনা। আজ নবান্ন থেকে জারি হলো দুর্গা পুজো নিয়ে বিশেষ নির্দেশিকা । 


করোনা পরিস্থিতিতে গত বছরেও কোভিড বিধি মেনে হয়েছে দুর্গাপুজা। আর এবছরেও ঠিক তেমনি। আগের বছরের ন‍্যায় খোলামেলা মণ্ডপ, প্রবেশ ও প্রস্থানের পথ আলাদা সহ ইত‍্যাদি একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। 



নির্দেশিকা গুলি হল: 

১) ক) মণ্ডপ হবে চারদিক খোলা।

খ) প্রবেশ এবং প্রস্থানের পথ হবে আলাদা।

গ) শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য মণ্ডপে যথেষ্ট জায়গা রাখতে হবে।

২) ক) মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

খ) যত বেশি সম্ভব স্বেচ্ছাসেবক মণ্ডপে রাখতে হবে। দর্শনার্থীদের মতো তাঁদেরকেও মাস্ক পড়া ও শারিরীক দূরত্ব বিধি বজায় রাখতে হবে। 


৩) ক) পুজোর সময় ছোটো ছোটো দল করে অঞ্জলি, সিঁদুরখেলা বা দেবীবরণের মতো রীতিনীতি পালন করা যাবে। 

খ) মন্ত্রোচ্চারণের সময় পুরোহিতদের মাইক্রোফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যাতে দূর থেকে সেই মন্ত্র শোনা যায়।

গ) অঞ্জলির ফুল বাড়ি থেকে আনার পরামর্শ দেওয়া হয়েছে।

৪. পুজো মণ্ডপে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা চলবে না।

৫. পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বিচারকরা ভিড় করে মণ্ডপে প্রবেশ করতে পারবেন না। সর্বোচ্চ দু'টি গাড়ি নিয়ে মণ্ডপে ঢুকতে পারবেন তাঁরা। সকাল ১০টা থেকে বিকেল ৩ পর্যন্ত মণ্ডপে প্রবেশ করতে পারবেন বিচারকরা।


৬. ভিড় কমাতে পুজো কমিটিগুলিকে বৈদ্যুতিন এবং সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচারের পরামর্শ দেওয়া হয়েছে।  


৭. ক) পুজো উদ্বোধন কিংবা বিসর্জন জাঁকজমকপূর্ণ করা চলবে না। ভার্চুয়াল মোডে করার পরামর্শ দেওয়া হয়েছে। 


খ) নদী বা পুকুরে বিসর্জনের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হবে। নির্দিষ্ট টাইম স্লট মেনেই প্রতিমা নিরঞ্জন করতে কোথাও না দাড়িয়ে মণ্ডপ থেকে প্রতিমা সরাসরি ঘাটেই আনতে হবে। 


৮. পুজো সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি নিতে হবে অনলাইনে।

৯. এমন পরিস্থিতিতে রাজ্যের তরফে কার্নিভালের আয়োজন করা হচ্ছে না।

১০. ভিড় কমাতে তৃতীয়া থেকে দর্শনার্থীদের জন্য পুজোমণ্ডপ খুলে দেওয়া হবে।


১১. রাজ্যের তরফে পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।