৭ই অক্টোবর বিধানসভায় শপথ নেবেন মমতা বন্দোপাধ‍্যায় ও নব নির্বাচিত অপর দুই বিধায়ক


মমতা বন্দোপাধ‍্যায়




৭ই অক্টোর বিধানসভায় শপথ নেবেন মমতা বন্দোপাধ‍্যায়। একুশের বিধানসভা নির্বাচনের পর তৃতীয়বার মুখ‍্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও বিধায়ক ছিলেন না তিনি। ছয় মাসের মধ‍্যে বিধায়ক হতে হবে এমনি ছিল নিয়ম আর সেই অনুসারে ভবানীপুর আসন থেকে রেকর্ড ভোটে জয়লাভ করেন মমতা বন্দোপাধ‍্যায়। একই দিনে, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ও জাকির হোসেন।




মমতা বন্দোপাধ‍্যায় ও অন‍্য দুই নব নির্বাচিত বিধায়ক ৭ই অক্টোবর বিধানসভায় শপথ গ্রহন করবেন। যদিও গত দুদিন ধরে এই শপথ গ্রহন নিয়ে বেশ টালবাহানার খবর শোনা যায়। বিধানসভায় শপথ গ্রহন নিয়ে রাজ‍্যপাল জগদীপ ধনকড়কে চিঠিও দেয় পরষদীয় দল। এরপর অবশেষে টুইট করে শপথের দিন তারিখ জানালেন রাজ‍্যপাল।




আজ রাজ‍্যপাল জগদীপ ধনকড় বিজ্ঞপ্তি দিয়ে টুইট করে জানান, আগামী ৭ই অক্টোবর ২০২১, বেলা ১১টা ৪৫ মিনিটে পশ্চিমবঙ্গ বিধানসভায় তিন নব নির্বাচিত বিধায়ক মমতা বন্দোপাধ‍্যায়, আমিরুল ইসলাম ও জাকির হোসেন শপথ গ্রহন করবেন।



সংবিধানের ১৮৮ নম্বর ধারা অনুযায়ী, রাজ্যপাল বা তাঁর মনোনীত কেউ বিধায়কদের শপথবাক্য পাঠ করাতে পারেন।রীতি অনুযায়ী, বিধায়করা বিধানসভাতেই শপথ নেন। সেক্ষেত্রে রাজ্যপালের অনুমতি নিয়ে সেই শপথবাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ।