জয়ের হ্যাটট্রিক, ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায় 





ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ ভবানীপুর উপনির্বাচনের ভোটের ফল। প্রথম থেকেই লিড দিয়ে আসছিলেন তৃনমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


২০২১-এর বিধানসভা ভোটে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের দ্বিগুণ ব্যবধানে জয়। ২০১১-র উপনির্বাচনের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন মমতা। ২০১১-র উপনির্বাচনে তাঁর জয়ের ব্যবধান ছিল ৫৪ হাজার ২১৩।


২০১১-র বিধানসভা নির্বাচনে কোনও আসনে প্রার্থী হননি মমতা বন্দ্যোপাধ্যায়। বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুর আসনে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। ২০১৬-র বিধানসভা নির্বাচনে এই আসন থেকেই জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একুশে লড়েছেন নন্দীগ্রামে। হেরে যাওয়ায় ফের ভবানীপুরে উপনির্বাচনে লড়েন । আজ ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮,৮৩২ ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


সকালে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পোস্টাল ব্যালট গণনার পর ইভিএম গণনার শুরু থেকেই এগিয়ে যান মমতা। মোট ২১ রাউন্ড গণনার প্রতিটি ধাপেই লিড বাড়িয়ে নেন তিনি। এমনকী, গত বিধানসভা ভোটে যে দু’টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল, সেই ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ড এবার লিড দিয়েছে মমতাকে। ভবানীপুরের ৭টি ওয়ার্ডেই জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।


ভবানীপুরে এবার প্রার্থী দেয়নি কংগ্রেস। ত্রিমুখী লড়াইয়ে বিজেপি ও সিপিআইএম প্রার্থীকে অনেকটা পিছনে ফেলেই জয় মমতার। বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮ হাজার ৯১৭ ভোটে। আর, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন ৫৮ হাজারেরও বেশি ভোটে।



২১ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৮৪ হাজার ৩৮৯ ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজার ৩২০ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪২০১ ভোট। ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।