Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bangla Khobor । Bengali News । দিনহাটায় উদয়নেই ভরসা মমতার

 Bangla  Khobor । Bengali News ।  দিনহাটায় উদয়নেই ভরসা মমতার 

দিনহাটায় উদয়নেই ভরসা মমতার

ভবানীপুরে রেকর্ড ভোটে জয় লাভের পরেই বাকি চার উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান তৃনমূল নেতা তথা কোচবিহার জেলা তৃনমূল চেয়ারম্যান উদয়ন গুহ।


একুশের বিধানসভা ভোটে দিনহাটা থেকে প্রার্থী হন উদয়ন গুহ। অন্যদিকে বিজেপির প্রার্থী ছিলেন কোচবিহার জেলা সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ফলাফলের দিন প্রথমে উদয়ন গুহকে জয়ী ঘোষণা করা হলেও পরে রিকাউন্টে জয়ী হন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। 


একুশের বিধানসভায় বিপুল সিট নিয়ে তৃণমূলের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন নিশীথ প্রামাণিক। রয়েছেন সাংসদ পদেই। ফলে এই সিটে ফের নির্বাচন। তৃণমূলের তরফ থেকে উপনির্বাচনে প্রার্থী করা হল উদয়ন গুহকেই। 


ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে নির্বাচনের দিনক্ষন ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ই অক্টোবর নির্বাচন তার আগে আজ প্রার্থী ঘোষণা করলো তৃনমূল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code