উপনির্বাচন: কে এগিয়ে ভবানীপুরে? জঙ্গীপুর আর সামসেরগঞ্জের Latest Update
ভবানীপুর উপনির্বাচনে (By-Poll) আজ হাইভোল্টেজ লড়াই। একদিকে তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। প্রতিপক্ষ বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) এবং সিপিএম-এর শ্রীজীব বিশ্বাস। গত কয়েক সপ্তাহ ধরে জমজমাট প্রচার করেছেন তিন আইনজীবী। সাথে জঙ্গীপুর আর সামসেরগঞ্জের আজ ফলাফল ।
২১ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৮৪ হাজার ৩৮৯ ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজার ৩২০ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪২০১ ভোট। ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।
2:05pm
২১ রাউন্ড গণনা শেষে ভবানীপুর কেন্দ্র থেকে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী হলেন তৃণমূল সুপ্রিমো। ২০১১-এর চেয়ে দ্বিগুণ ভোটে জয় পেলেন মমতা।
1:55pm
একুশের বিধানসভা ভোটে ভবানীপুর থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ এবং তিনি জেতেন ২৮ হাজার ৭১৯ ভোটে। উপনির্বাচনে শোভনদেবকে টপকালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
1:45 pm
১৯ রাউন্ড শেষে ৫২ হাজার ১৭ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পেয়েছে ২৪ হাজার ৩৯৬টি ভোট। সিপিএম পেয়েছে ৩৫৩৪টি ভোট।
1:40 pm
ভবানীপুরে ৫২ হাজার ১৭ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
1:23 pm
জঙ্গিপুরে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৪ হাজার ৯৬৬। বিজেপি পেয়েছে ১৮ হাজার ১৮০ ভোট। সমশেরগঞ্জে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৯ হাজার ১৭৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৪২। ভোটের ব্যবধান ৫ হাজার ৮৩৭।
1:22 pm
প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে গেলেন মমতা। ১৫ রাউন্ড শেষে মুখ্যমন্ত্রীর প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৫০৩।
1:20 pm
১৩ তম রাউন্ডের গণনা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় ৫২ হাজার ২৭৮টি। বিজেপি ১৫ হাজার ৮২১ । তৃণমূল এগিয়ে ৩৬ হাজার ৪৫৭ ভোটে।
1:15 pm
ভবানীপুরে ৩৬ হাজার ৪৫৭ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
12:44pm
জঙ্গিপুর ২০৫৪০ ভোটে, সামশেরগঞ্জে ৫১৩১ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস
12:38 pm
এগারো রাউন্ডের শেষে ৩৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
12:31 pm
২০২১ সালে শোভনদেবের ব্যবধান টপকে গেল মমতা বন্দোপাধ্যায়।
12:30 pm
দশম রাউন্ডে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪১ হাজারের বেশি। বিজেপি পেয়েছে ১০ হাজার ৪৭৭ জন।
12:25 pm
ভবানীপুরে ৩১ হাজারের বেশি ভোটে এগিয়ে মমতা বন্দোপাধ্যায়। ৩১৬৪৫ ভোটে এগিয়ে মমতা বন্দোপাধ্যায়।
12:22 pm
সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। ৬ হাজার ৪০৯ ভোটে এগিয়ে।
12:20 pm
জঙ্গিপুরে ১৫ হাজার ৭৪৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন।
12:00 pm
২৮৮২৫ ভোটে এগিয়ে মমতা বন্দোপাধ্যায়।
11:50 am
ভবানীপুরে ২৭ হাজার ৫০২ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর-সহ ৩ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস
11:45 am
11:20 am
তৃতীয় রাউন্ডের শেষে ১২৪৩৫ ভোটে এগিয়ে মমতা বন্দোপাধ্যায়। তৃতীয় রাউন্ডের গণনায় ৯৯৭৪টি ভোট পেলেন মমতা।
জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল।
11:05 am
শেষ পাওয়া খবরে তৃতীয় রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৯৯৭৪ ভোট। বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) পেয়েছেন ৩৮২৮টি ভোট। ৬১৪৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।
অপরদিকে প্রথম রাউন্ড শেষে জঙ্গীপুর বিধানসভার ফলাফল-
AITC: 4542 (57.9%)
BJP: 2825 (36%)
LF: 255 (3.3%)
AITC Leading by 1717 Votes
আর সর্বশেষ পাওয়া খবরে সামসেরগঞ্জের ফলাফল-
AITC: 7697 (48.5%)
BJP: 1085 (6.8%)
LF: 318 (2%)
INC: 6325 (39.9%)
AITC Leading by 1372 Votes.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊