অসুস্থ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে 





অসুস্থ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে । পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই অসুস্থ তিনি। গতকাল চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হন। আজ প্রবল শ্বাসকষ্ট হওয়ায় পঞ্চায়েতমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। 



হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে।সিওপিডি-র সমস্যা রয়েছে তাঁর। এই সমস্যাতেও ভুগছিলেন তিনি। 


এসএসকেএম হাসপাতালে  বর্ষীয়ান মন্ত্রীর চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁকে স্থিতিশীল করে তোলার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে।