Shubho Bijaya Dashami মা ফিরবেন পালকিতে-মায়ের এই বাহন বাংলার ভূত-ভবিষ্যৎ নির্ধারণ করে! 

Shubho Bijaya Dashami



প্রতিবছর বাপের বাড়িতে আসেন মা দুর্গা। আর এই আগমন কে ঘিরে শুরু হয় আনন্দ উৎসব। তবে মায়ের আগমন হয় মোট চারটি বাহনে, কখনো তিনি আসেন পালকিতে চেপে, আবার কখনো ঘোড়া, হাতি বা নৌকা। ফিরেও যান এই চার বাহনের কোন একটিতে। প্রতিবছর এক বাহনে আসেন না। বাহনের পরিবর্তন হয়। 






এবছর মা এসেছেন ঘোড়ায় চড়ে আর ফিরবেন পালকিতে চেপে। যে বাহনে আসেন সেই বাহনে ফেরেন না মা দুর্গা। যেমন যদি নৌকো করে আসেন তাহলে হাতি করে যাবেন বা যদি ঘােড়ায় আসেন তাহলে ফেরার সময় হয়তাে নৌকো করে ফিরবেন। এভাবেই এক একবার দেবী যে কোনাে দুটি বাহন ব্যবহার করেন যাতায়াতের জন্য।

মায়ের এই বাহন বাংলার ভূত-ভবিষ্যৎ নির্ধারণ করে এমনটাই জনশ্রুতি। মায়ের এই চার বাহন ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। 


একটু ভেবে দেখলে আমরা দেখতে পাই যে এই বাহনগুলি প্রত্যেকটি কিন্তু আসন্ন সামাজিক, প্রাকৃতিক এবং রাজনৈতিক দিক নির্দেশিত করে। 

দেবী দুর্গা আগমন প্রত্যাগমনের বাহন তিথি, নক্ষত্র এর বিচারে নির্দিষ্ট হয়। পুরাণ ও শাস্ত্র অনুযায়ী সােমবার ও রবিবার দেবীর আগমন বা প্রত্যাগমনের বাহন হিসেবে ব্যবহৃত হয় হাতি শনি ও মঙ্গলে ব্যবহৃত হয় ঘােড়া। বুধে যান হিসেবে ব্যবহৃত হয় নৌকো এবং বৃহস্পতি এবং শুক্রে ব্যবহৃত হয় পালকি বা দোলা।


এই প্রত্যেকটি বাহনের সাথে জড়িয়ে আছে কিছু শুভ ও অশুভ সংকেত- যেমন হস্তী গমন এবং আগমন দুটি ক্ষেত্রেই শুভ। এর দ্বারা বােঝা যায় যে আমাদের ধরা সুজলা সুফলা হয়ে উঠবে। নৌকো করে আগমনের দ্বারা বােঝানাে হয় যে দেবী প্রচুর আশীর্বাদ, ধান, ধন সম্পত্তি নিয়ে মর্তে আসবেন।

কিন্তু নৌকো করে ফেরত যাওয়া বন্যা ও ক্ষয়ক্ষতিকে নির্দেশিত করে। ঘােড়ায় আগমন ও প্রত্যাগমন দুটি মড়ক, ফসলের ক্ষয়ক্ষতি, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতাকে নির্দেশিত করে। পালকি বাহনটিও ভূমিকম্প, মহামারী ইত্যাদি ক্ষয়ক্ষতির ইঙ্গিত বহন করে। 

এবছর এই বছর দেবী দুর্গার আগমন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়, যার  সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা, যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত বহন করেন।

আর মা ফিরবেন পালকিতে। পালকি মহামারীর ইঙ্গিত দেয়। ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউ বাঙালির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মার্কিন স্বাস্থ্য দপ্তর আশঙ্কা করেছেন Twindemic এর। তাই পূজার পর কি হবে তা নিয়ে আশঙ্কা থেকেই যায়।