Pandemic না যেতেই হানা দিবে Twindemic- সতর্কতা মার্কিন স্বাস্থ্য দপ্তরের
'প্যানডেমিকের' (Pandemic) পর এবার কোভিডের 'টুইনডেমিক' (Twindemic) হানা দিতে চলেছে। মার্কিন স্বাস্থ্য দফতরের তরফে এবার এই টুইনডেমিকের সতর্কতা জারি করা হল।
চলতি বছর শীতেই টুইনডেমিকে (Twindemic) আক্রান্ত হতে পারেন বহু মানুষ। এমনই সতর্কতা জারি করেছে মার্কিন স্বাস্থ্য দপ্তর।
জিনহুয়ার তরফে সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, প্রত্যেক বছর শীতের (Winter) সময়ে বহু মানুষ জ্বর (Flu), সর্দি, কাশিতে আক্রান্ত হন। সেই প্রবণতা এবার বাড়তে শুরু করবে বলে আশঙ্কা করছে মার্কিন স্বাস্থ্য দপ্তর।
ফলে টিকাকরণ সম্পূর্ণ হলেও, প্রত্যেককে মাস্ক পড়তে হবে। সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানানো হয়েছে মার্কিন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।
কোভিডের (COVID 19) দাপটের জেরে গত বছর টানা লকডাউনের (Lockdown) প্রভাব পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে (US)। সেই প্রভাব কাটিয়ে না উঠতেই এবার কি ফের টুইনডেমিকের (Twindemic) প্রভাব পড়তে শুরু করবে মার্কিন মুলুকে! এমন আশঙ্কাই প্রকাশ করা হয়েছে মার্কিন স্বাস্থ্য দপ্তরের তরফে।
তবে ভারতে এর প্রভাব কতটা পড়বে তা নিয়েও তৈরি হয়েছে দুশ্চিন্তা। শীতে স্বাভাবিক ভাবেই শিশুদের এবং বয়স্কদের সর্দি কাশি লেগেই থাকে, এক্ষেত্রে তা কতটা ভয়ঙ্কর আকার ধারন করবে তা ভাবিয়ে তুলেছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊