Reliance Jio-র দুর্দান্ত প্ল্যান, এক বছর ধরে ডেইলি পাবেন ৩ জিবি ডেটা
দিনের পর দিন চাহিদা বাড়ছে ইন্টারনেটের। পড়াশুনা থেকে বিনোদন, আড্ডা থেকে কাজ সব টাই এখন অনলাইন নির্ভর। ফলে চাহিদা বেড়েছে ইন্টারনেটের। তেমনি হু হু করে বেড়েছে টেলিকম সংস্থা গুলির বেশি ডেটা প্ল্যান গুলির। Reliance Jio-র 3GB ডেইলি ডেটার চাহিদাও বেড়ে চলেছে হু হু করে।গ্রাহকদের সারা বছর প্রতিদিন 3GB করে ডেটা অফার রয়েছে জিও-তে।
Reliance Jio-র 3,499 টাকার রিচার্জ প্ল্যানে আপনি পেয়ে যাবেন সারা বছর ডেইলি 3GB ডেটা পাবেন। তাতেই 1 বছর ভ্যালিডিটির এই রিচার্জ প্ল্যানে Reliance Jio গ্রাহকরা বছর শেষে মোট 1095GB ইন্টারনেট পেয়ে যাবেন। যদিও, ডেইলি ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড হয়ে যাবে 64Kbps।
Reliance Jio-র 3,499 টাকার রিচার্জ প্ল্যান -
যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং
1 বছরের জন্য প্রতিদিন 100 SMS
ডেইলি পাবেন 3 জিবি ডেটা
Jio Apps বিনামূল্যেই ব্যবহার করার সুযোগ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊