মুম্বাই থেকে রুপনারায়নঘাটে অনলাইন মহালয়ার তর্পন

মুম্বাই থেকে রুপনারায়নঘাটে অনলাইন মহালয়ার তর্পন 

puja2021



অনলাইনে মহালয়ার তর্পন হল রূপনারায়নের গৌরাঙ্গঘাট থেকে মহারাষ্ট্রের নভিমুম্বই এ কর্মরত শুভময় রুদ্রের



কোলাঘাট,সুজিত মণ্ডল



দিন যত এগোচ্ছে বিজ্ঞানের অগ্রগতি ততই ঘটছে। মোবাইলের এক ক্লিকে সারা বিশ্ব এখন হাতের মুঠোয় আর সেই কারণে পুজোর ক্ষেত্রেও এর খামতি নেই। আজ মহালয়ার দিনেও মোবাইলের এক ক্লিকে সরাসরি অনলাইনে মহালয়ার সকালে তর্পন করলো ব্রাম্ভন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রূপনারায়ন নদের তীরে গৌরাঙ্গঘাট থেকে সরাসরি মন্ত্র উচ্চারণ করা হলো মহারাষ্ট্রের নভিমুম্বই এ কর্মরত শুভময় রুদ্রের উদ্দেশ্যে।



শুভময় বাবু কর্মসূত্রে নভিমুম্বই এ থাকেন তবে নিজস্ব বাড়ি হাওড়ায়।তিনি কোলাঘাটের পুরোহিত দিব্যেন্দু ভট্টাচার্যের সাথে পরিচিত।তাই তিনি যেহেতু কর্মসূত্রে দূরে থাকেন এবং কোভিড মরশুমে বাইরে গিয়ে তর্পন করতে সমস্যা রয়েছে শুভময় বাবুর।তাই সকালে মৃত পিতৃপুরুষের মুক্তিলাভের আশায় মোবাইলে অনলাইনের মাধ্যমে কোলাঘাট থেকে সরাসরি মুম্বই এ বসবাসকারী শুভময় রুদ্রের উদ্দেশ্যে তর্পনের মন্ত্র উচ্চারন করলেন পুরোহিত। 




অভিনব এই উদ্যোগে গৌরাঙ্গঘাটে আসা অন্যান্য তর্পন করতে আসা মানুষজনেরা রীতিমতোই উৎসাহ সরকারে উপভোগ করলেন ব্রাম্ভনের এই মোবাইলে সরাসরি অনলাইনে মন্ত্রউচ্চরন।

মুম্বাই থেকে রুপনারায়নঘাটে অনলাইনেই মহালয়ার তর্পন

মুম্বাই থেকে রুপনারায়নঘাটে অনলাইনেই মহালয়ার তর্পন

Posted by Sangbad Ekalavya on Thursday, October 7, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ