কমার্শিয়াল ট্যাক্স হলো ডোমেস্টিক আওতায়,খুশি ১০০টি আবাসিক
পূর্ব বর্ধমান:-
বর্ধমান শহরের কানাই নাটশাল এলাকায় গড়ে উঠেছে বিশাল বহুল হাউসিং কমপ্লেক্স,যা বালাজি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে নামে পরিচিত।
মূলত এখানকার আবাসিকদের অভিযোগ ছিল কমার্শিয়াল ভাবে প্রত্যেক তিন মাসে ৫০০ স্কোয়ার ফুট ও ৩০০ স্কোয়ার ফুট হিসেবে লক্ষাধিক টাকা দিতে হচ্ছিল। মূলত বিশাল পরিমাণের ট্যাক্স এর কারণে সাত বছর ধরে আবাসিকরা ভুগছিলেন এমনটাই জানান ধীমান সেন। তিনি আরও বলেন,দীর্ঘ কয়েক বছর ধরে বর্ধমান পৌরসভায় এই অভিযোগ জানানো হয়,আজ পূণ্য তিথি মহালয়ার শুভদিনে বর্ধমান পৌরসভার ভাইস চেয়ার পার্সন আইনুল হক ও প্রশাসক মন্ডলীর সদস্য ডা: শঙ্খ শুভ্র ঘোষ ও পৌরসভার অন্যান্য আধিকারিকরা বালাজি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এ পৌঁছে কমার্শিয়াল থেকে ডোমেস্টিকে পরিণত করেন।
পৌরসভার এহন উদ্যোগে খুশি ও আপ্লুত বালাজি কমপ্লেক্সের আবাসিকরা।
এদিন বর্ধমান পৌরসভার ভাইস চেয়ার পার্সন আইনুল হক বলেন,বালাজি হাউজিং কমপ্লেক্স ভুল বসত এই কমপ্লেক্সকে কমার্শিয়াল মার্কেটিং করে ফেলে, ফলে তাদের ট্যাক্স অত্যাধিক দিতে হচ্ছিলো তারই প্রতিফলন করতে কমার্শিয়াল থেকে ডোমেস্টিকে রূপান্তরিত করা হলো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊