বনাঞ্চলে জাতীয় সড়কের উপর গাড়ি চাপা পড়ে গুরুতর জখম হল একটি কিংকোবরা





জলপাইগুড়ি :- ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি জেলার নাগ্রাকাটা ব্লকের চাপড়ামারি বনাঞ্চল এলাকার খুনিয়া মোড়ের কাছে জাতীয় সরকের উপর কালিখোলা সেতুর পাশে গাড়ির চাপায় গুরুতর জখম হল একটি কিংকোবরা সাপ।ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।




জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাট একটি ১২ ফুটের কিংকোবরা সাপ রাস্তা পারাপার করছিল।সেই সময় কোন এক গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।



খবর পেয়ে নাগরাকাটা বিটের বনকর্মিরা ঘটনাস্থলে চলে আসে। তারাই সাপটিকে উদ্ধার করে খুনিয়া রেঞ্জের বনকর্মিদের হাতে তুলে দেয়। খুনিয়া রেঞ্জের বনকর্মিরা সাপটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসা করার জন্য।



খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজ কুমার লায়েক বলেন,জখম সাপটি সুস্থ হলে ফের তাকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।




তবে এই ঘটনার জেরে বনাঞ্চলের পথে গাড়ির গতি নিয়ন্ত্রণে দাবিতে সরব হয়েছে পরিবেশ প্রেমীরা।