রাজ‍্যে উপনির্বাচনের প্রার্থী ঘোষনা কংগ্রেসের

রাজ‍্যে উপনির্বাচনের প্রার্থী ঘোষনা কংগ্রেসের

congress




ভবানীপুর, শান্তিপুর, দিনহাটা, খড়দহ, গোসাবা পাঁচটি কেন্দ্রের উপনির্বাচনের মধ‍্যে ভবানীপুর উপনির্বাচন ইতিমধ‍্যে হয়ে গেছে। এই সিটে রেকর্ড ভোটে জয়লাভ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ‍্যায়। এদিকে বাকি চার কেন্দ্রের উপনির্বাচন আগামী ৩০ অক্টোবর। তার আগে রাজনৈতিক দলগুলি প্রার্থী ঘোষনা শুরু করে দিয়েছে।




তৃণমূল, বামফ্রন্ট, বিজেপির পর এবার প্রার্থী ঘোষনা করলো জাতীয় কংগ্রেস। কংগ্রেস বৃহস্পতিবার রাজু পালকে শান্তিপুর আসন থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, বলে জানিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি।




এআইসিসির প্রেস বিবৃতিতে বলা হয়েছে, "কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী পশ্চিমবঙ্গের বিধানসভা 86 -শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে আসন্ন উপনির্বাচনে রাজু পালকে প্রার্থী হিসেবে অনুমোদন করেছেন।"




উল্লেখ‍্য, ভবানীপুর কেন্দ্রে প্রার্থী দেয়নি কংগ্রেস।




৮ই অক্টোবর নমিনেশন সাবমিটের শেষ তারিখ। এরপর ১১ই অক্টোবরে মধ‍্যে আবেদন খতিয়ে দেখবে কমিশন। ১৩ই অক্টোবরের মধ‍্যে তুলে নেওয়া যাবে নমিনেশন। আগামী ৩০শে অক্টোবর নির্বাচন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ