সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:-
মহা ষষ্ঠীর সন্ধ্যা থেকে উপছে পরা ভিড় বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি বারোয়ারি দূর্গা পূজোর প্যান্ডেলে। ৫৯ তম বর্ষে এবছরের থিম ফিরিয়ে দাও।করোনা বিধি না মেনেই গায়ে গাঘেষে প্যান্ডেলের ভিতরে এবং বাইরে ছিলো দর্শকদের ভির।লম্বা লাইনও দেখা গেলো কেশবগঞ্জ চটি বারোয়ারি দূর্গা পূজোর প্যান্ডেলে।দর্শনার্থীদের মধ্যে অনেকেই দেখা গেলো মাস্ক হীন অবস্থায়।
যদিও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রবেশে পথে স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। মাস্ক হীন দর্শনার্থীদের দেওয়া হচ্ছে মাস্ক। যদিও এই রকম কোনো ব্যবস্থা নেই জানিয়েছেন দর্শনার্থী মৌমিতা ব্যানার্জি।
কেশবগঞ্জ বারোয়ারি দূর্গা পূজো কমিটির পক্ষে প্রদীপ বিশ্বাস। বেলেন এবছরে থিম হলো ফিরিয়ে দাও। অর্থাৎ যা কিছু আমরা হারিয়েছি সেটা আমরা ফিরে পেতে চাইছি। করোনা থেকে উত্তরণ পেতে হলে প্রকৃতিকে আপন করতে হবে।অর্থাৎ আর্টিফিসিয়াল জীবন যাপন থেকে সরে এসে প্রকৃতিকে আপন করে নিতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊