৪৫ বছরে পা রাখলো অমরকানন সর্বজনীন দুরৃগোৎসব কমিটির পূজো #durgapuja2021


#durgapuja2021




রঞ্জিত ঘোষ, বাঁকুড়া



বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের অন্যতম পার্বণ হল শারদ উত্সব । বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের অমরকানন সার্বজনীন দুর্গোৎসব এবছর ৪৫ বছর বর্ষে পদার্পণ করল। বেলুড় মঠের আদলে এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সম্পুর্ন আশ্রমিক রীতিনীতি মেনে এখানে দুর্গাপূজা হয়। এই পুজোকে কেন্দ্র করে অমরকানন এলাকার মানুষজন আনন্দে গা ভাসান। 



সোমবার ষষ্টির সন্ধ্যায় এই পুজোর শুভ উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওন্দার প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ, রামহরিপুর রামকৃষ্ণ মিশনের মহারাজগণ, এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রদীপ চক্রবর্তী সহ একাধিক ব্যাক্তিবর্গ। এবং তাদের হাত দিয়ে ফিতে কাটা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অমরকানন সার্বজনীন দুর্গা পুজোর সূচনা ঘটে ।



সরকারের বেঁধে দেওয়া গাইডলাইন অনুযায়ী পুজো করছেন বলে জানান উদ্যোক্তারা। পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত পুজো কমিটি সরকারী অনুদান পাওয়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদও জানান পুজো কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী।