প্রথমবার দুর্গোৎসব আয়োজন বিশিন্ডা নাচনচণ্ডী পাহাড় মিলন মন্দির 

durga puja




রঞ্জিত ঘোষ, বাঁকুড়া

বাঙালির শ্রেষ্ঠ উত্সব হল দুর্গোত্সব। আর এই উত্সবে গা ভাসাবে না এমন বাঙালি মেলা ভার, আট থেকে আশি সকলেই ব্যস্ত শারদ উত্সবের আনন্দটুকু গ্রহণে । দেশ-রাজ্য, জেলা-গ্রাম প্রতিটি প্রান্তেই চলছে দেবী আরাধনা । সেইমতো দেবী আরাধনায় মাতল বাঁকুড়ার বিশিন্ডা গ্রাম । 



মহা ষষ্ঠীর সন্ধ্যায় শুভ উদ্বোধন ঘটে বিসিন্দা নাচনচণ্ডী পহাড় মিলন মন্দির কমিটির সার্বজনীন দুর্গোত্সবের প্রথম বর্ষের পুজো । পুজোটি এবছর শুরু হয় নাচনচণ্ডী পাহাড় কমিটির সভাপতি জিতেন গরাইয়ের হাতধরে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হৃদয় মাধব দুবে, জিতেন গরাই, নিমাই মাঝি,স্বপন বাউরীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ । 



এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ঈশিতা দাস এবং আরো এক অভিনেতা ঋদ্ধিমান । এবং তাদের মাধ্যমে ফিতেকাটা এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে বিশিন্ডা নাচনচণ্ডী পাহাড় মিলন মন্দির কমিটির সার্বজনীন দুর্গোত্সবের শুভ সূচনা ঘটে । পাহাড়ের কোলে এক নির্জনতায় এভাবে দুর্গাপুজো শুরু হওয়ায় খুশির হাওয়া গ্রামজুড়ে।