Latest News

6/recent/ticker-posts

Ad Code

Drug Case: মাদক কাণ্ডে জামিন পেলেন না আরিয়ান, বুধবার পর্যন্ত থাকতে হবে জেলে

 Drug Case: মাদক কাণ্ডে জামিন পেলেন না আরিয়ান, বুধবার পর্যন্ত থাকতে হবে জেলে 

ariyan khan

মাদক কাণ্ডে জামিন পেলেন না বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আগামী ২০ই অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে আরিয়ানকে। জামিনের আবেদনের রায়দান স্থগিত রাখল মুম্বই সেশন কোর্ট।




বৃহস্পতিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হয়ে অ্য়াডিশানাল সলিসিটর জেনারেল অনীল সিং আদালতে জানান, কয়েক বছর ধরে ড্রাগ নিচ্ছেন আরিয়ান। মহাত্মা গান্ধীকে টেনে তিনি বলেন, "এটা মহাত্মা গান্ধীর দেশ। এই ধরনের স্বভাব দেশের যুবদের খারাপ পথে চালিত করবে।" এভাবে জামিনের আবেদন খারিজের পক্ষেই সওয়াল করেন তিনি। 




আরিয়ানের আইনজীবী দেশাই বলেন, হোয়াটসঅ্যাপ চ্যাটকে হাতিয়ার করে যে অভিয়োগ করছে কেন্দ্রীয় সংস্থা তা ভ্রান্ত। কারণ, আজকাল এমন ভাষাতেই কথা বলে যুব সমাজ। 



মাদক মামলায় আরিয়ানকে ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। আরিয়ান সহ সবাইকেই রাখা হয়েছে মুম্বইয়ের আর্থার রোড জেলে।গ্রেফতার ২ তরুণীকে রাখা হয়েছে বাইকুল্লার মহিলা কারাগারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code