SAHITYA AKADEMI invite application for various post
সাহিত্য একাডেমী (SAHITYA AKADEMI) দপ্তরে মাল্টিটাস্কিং স্টাফ, জুনিয়র ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন গ্রুপে-একাধিক পদে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন।
সাহিত্য একাডেমী ভারতবর্ষের ২৪ টি ভাষায় লিখিত সাহিত্য ক্ষেত্রে পুরস্কার প্রদান করে। এটি হলো কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অফলাইনে। নীচে দেওয়া লিঙ্ক থেকে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের (যেমন- শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, জন্মের প্রমাণপত্র, আধার কার্ড/ ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, কম্পিউটার সার্টিফিকেট ইত্যাদি) স্বপ্রত্যয়িত নকল সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে সাহিত্য একাডেমী অফিসের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র যে মুখ বন্ধ খামের মধ্যে ভরে পাঠাবেন ওই খামের উপরে লিখতে হবে ‘Application for the post of ______’ (যে পদে আবেদন করবেন ওই পদের নাম)।
আবেদন ফি
সাহিত্য একাডেমী কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সুতরাং এই পদগুলিতে আবেদন করার জন্য কোনরূপ আবেদন ফি লাগবে না।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
To Secretary,
Sahitya Akademi
Rabindra Bhavan, 35,
Ferozeshah Road, New Delhi-110001
আবেদনের শেষ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উপরে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২ অক্টোবর, ২০২১। সুতরাং আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ১ নভেম্বর, ২০২১।
আবেদন করতে বা অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন নীচের লীঙ্কে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊