গভীর রাতে গোসানিমারি-সিতাই রোডে বিপুল ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক গ্রেফতার
গোসানিমারি: মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গতকাল গভীর রাতে গোসানিমারি-সিতাই রোডে নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে গোসানিমারি-সিতাই রোডের কামতেশ্বরী মন্দির পেরিয়ে ব্রিজে ওঠার মুখে বিশেষ নজরদারি (SPL Naka Checking) চালাচ্ছিল পুলিশ। সেই সময় সন্দেহজনক গতিবিধির কারণে হাবিবুর রহমান ওরফে বাবু নামে এক যুবককে আটক করা হয়।
তল্লাশি চালানোর পর তাঁর কাছ থেকে মোট ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট (YABA tablets) উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক ওজন ১০২ গ্রাম।
জানা গেছে, ধৃত হাবিবুর রহমান ওরফে বাবু'র বাড়ি জারি ধরলা এলাকায়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যে এই যুবক দীর্ঘদিন ধরে এই ধরনের মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল।
এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা (Case) দায়ের করা হয়েছে। এই মাদক চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊