Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিমান সেবিকার সাজে উদ্যাম নাচ পরীমনির- ভাইরাল স্যোসাল মিডিয়ায়

বিমান সেবিকার (air hostess) সাজে উদ্যাম নাচ পরীমনির- ভাইরাল স্যোসাল মিডিয়ায় porimoni lungi dance 


porimoni lungi dance




সম্প্রতি বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমনির (porimoni) জন্মদিন উপলক্ষ্যে উদ্দাম নাচে মাতলেন বার্থডে গার্ল (birthday girl)।  পরীমনির জন্মদিন (porimoni) মানেই নতুন চমক। গত জন্মদিনে সেজেছিলেন ময়ূর-এবার বিমান সেবিকা। 

গত আগস্ট থেকে সেপ্টেম্বর জীবনের দুঃসহ সময় পার করেছেন পরীমনি। মাদক মামলায় গ্রেফতার থেকে রিমান্ড, কারগার- সবই কাটিয়ে এসেছেন। তাই এবারের জন্মদিনটি তার জন্য বিশেষ ছিল।


porimoni lungi dance

লাল আর সাদা রঙকে প্রাধান্য দিয়ে হোটেলের সাজসজ্জা ছিলো চোখ ধাঁধানো। বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিলো জন্মদিনের মূল মঞ্চ। ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ‘Fly with porimoni’ অর্থাৎ ‘পরীমনির সঙ্গে ওড়ো’। 

জন্মদিনের রাতে বিমানের সাজে সাজিয়েছিলেন একটি পাঁচতারকা হোটেলের হল রুম। যেখানে ছিল- বোর্ডিং পাস, আসন, অ্যাপায়নসহ সবকিছু। বিমানবালার সাজে সিঁড়ি বেয়ে নামেন পরী। শুধু সাজসজ্জাই নয়, সাদা ও লাল রঙের মিশ্রণে নজরকাড়া এক পোশাক পরে হাজির হন তিনি। 


porimoni lungi dance

পরনের সাদা লুঙ্গির মতন অংশটাকে লুঙ্গির মতন করে কাছা দিয়ে শুরু করলেন উদ্যাম নাচ (porimoni lungi dance)। আর সেই নাচের ভিডিও বর্তমানে স্যোসাল মিডিয়া জুড়ে ।  


একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code