আপনি কি বাইকে (bicycle) করে বাচ্চাকে নিয়ে যান? তাহলে জেনেনিন
২০১৯ সালের ৯ অগাস্ট ‘ সালে মোটর যান (সংশোধনী) আইন২০১৯ ’ (Motor vehicles Act)-এর ১২৯ নম্বর ধারা সংশোধন করা হয়। সংশোধিত আইনে বলা হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে চার বছরের কম বয়সী শিশুদের মোটর সাইকেলে চড়া বা ভ্রমণের সময় সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।
সেই অনুসারে সড়ক, পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক চলতি বছরের ২১ অক্টোবর এ বিষয়ে একটি খসড়া বিধি তৈরি করেছে। এই খসড়া বিধিতে বলা হয়েছে, চার বছরের কম বয়সী শিশুদের মোটর সাইকেলে ভ্রমণের সময় চালকের সঙ্গে তারও নিরাপত্তা সংক্রান্ত সাজসরঞ্জাম নিশ্চিত করতে হবে।
ভারতীয় মানক ব্যুরো (Bureau of Indian Standards) আইন ২০১৬’র আওতায় নির্ধারিত হেলমেট পাওয়া না যাওয়া পর্যন্ত ৯ মাস থেকে ৪ বছর বয়সী শিশুর মাথায় উপযুক্ত হেলমেট ব্যবহার করতে হবে।
মোটর সাইকেলে ভ্রমণের সময় চার বছর পর্যন্ত শিশু থাকলে গাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় ৪০ কিলোমিটারের মধ্যে রাখতে হবে।
বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন- click
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊