IPL Final 2021, KKR vs CSK: টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিল KKR

IPL 2021 FINAL




দুবাইয়ে আইপিএল ২০২১-এর ফাইনালে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি জোড়া খেতাবজয়ী কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই এই নিয়ে মোট ৯ বার ফাইনাল খেলছে। কলকাতা ফাইনালে উঠেছে এই নিয়ে ৩ বার। ইতিমধ‍্যে টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক। 



চেন্নাইয়ের প্রথম একাদশ


চেন্নাই চার বিদেশি ক্রিকেটার- ফ্যাফ ডু'প্লেসি, মইন আলি, ডোয়েন ব্র্যাভো ও জোস হ্যাজেলউডকে।

চেন্নাইয়ের প্লেয়িং ইলেভেন: ফ্যাফ ডু'প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, আম্বাতি রায়াড়ু, রবিন উথাপ্পা, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জোস হ্যাজেলউড।



কলকাতার প্রথম একাদশ


কেকেআর চার বিদেশি- নামায় মর্গ্যান, নারিন, শাকিব ও ফার্গুসনকে।

কলকাতার প্লেয়িং ইলেভেন: শুভমন গিল, বেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।