একই দিনে একই লটারির কুড়িটি টিকিট কেটে সব কটিতেই পুরস্কার - Virginia Lottery
বিশ্বজিৎ দাসঃ
২০ টি লটারির টিকিট কেটে সব ক'টিতেই পুরস্কার পেয়ে রাতারাতি ধনকুব হলেন যুবক। লটারির টিকিট অনেকেই জেতেন। তবে এই ভদ্রলোকের কীর্তিটা এতই অদ্ভুত যে তা যে কোনও লটারি জেতার ঘটনাকে হার মানিয়ে দেবে।
তিনি একই দিনে একই লটারির কুড়িটি টিকিট কেটে সব ক’টিতেই জয়ী হয়েছেন। যা দেখেশুনে তাজ্জব লেগে গিয়েছে সকলের। আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা উইলিয়াম নিওয়েল (William Newell) সম্প্রতি ‘ভার্জিনিয়া লটারি’ (Virginia Lottery) র ২০টি টিকিট কেনেন। এরপর ফলপ্রকাশের সময় দেখা যায়, সব ক’টি টিকিটেই পুরস্কার জিতেছেন তিনি।
তিনি সব মিলিয়ে পেয়েছেন ১ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মূল্যে তা দাঁড়ায় ৭৪ লক্ষ টাকায়। তবে এর আগে বারবার লটারির টিকিট কাটলেও এবারের ব্যাপারটা একটা জায়গায় আলাদা ছিল।
তিনি আসলে বাড়ির কাছের একটি দোকান থেকেই এতকাল লটারির টিকিট কেটে এসেছেন। কেবল এবারই নিয়মে বদল করেছিলেন। গত ২৩ অক্টোবর জীবনে প্রথমবার বাড়ি বসে অনলাইনেই লটারির টিকিট কেটেছিলেন উইলিয়াম। আর তাতেই কেল্লা ফতে। কুড়িতে কুড়ি করে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেন তিনি।
তবে এমন বিচিত্র ঘটনা বিরল হলেও একেবারে অসম্ভব নয়। বছরখানেক এমন ঘটনাই ঘটেছিল আরও এক ব্যক্তির সঙ্গে। আশ্চর্যজনক ভাবে তিনি ভার্জিনিয়ারই বাসিন্দা। তিনি অবশ্য ২০টি নয়, একেবারে ২৫টি টিকিট কেটেছিলেন। আর সেই সব ক’টি টিকিটেই বাজিমাত করে তাক লাগিয়ে দিয়েছিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊