সোমবার প্রকাশিত হল দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষার ডেট শিট (CBSE Date Sheet)।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র তরফে পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ উল্লেখ করা হয়েছে। সমস্ত করোনাবিধি মেনে দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে আগামী ৩০ নভেম্বর থেকে। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১ ডিসেম্বর। শেষ ২২ ডিসেম্বর।
CBSE-র তরফে সন্বম ভরদ্বাজ জানান, দশম শ্রেণির ডেট শিট সরাসরি স্কুলগুলিতে পৌঁছে দেওয়া হবে। কারণ স্কুলগুলিই পরীক্ষার ব্যবস্থা করবে। বোর্ডের কাজ প্রশ্নপত্র তৈরি করা। তবে ১৭ নভেম্বর দশম শ্রেণির এবং ১৬ নভেম্বর দ্বাদশ শ্রেণির মাইনর সাবজেক্টের (বিদেশি বা আঞ্চলিক ভাষার বিষয়) পরীক্ষাগুলি শুরু হয়ে যাবে।
CBSE releases the term 1 board exam 2021-2022 date sheet or timetable for Class 10 and Class 12 students
— ANI (@ANI) October 18, 2021
Term 1 exam will take place in November-December. pic.twitter.com/Qd0taPzKBV
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊